COUNTRY DOMAIN .bd
আমাদের দেশে .bd দিয়ে কান্ট্রি ডোমেইন আছে তাই আপনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিটিসিএলে চলে যান এবং .ac বা .edu দিয়ে নির্দিষ্ট ফরম পূরন করে ব্যাংকে টাকা দিলেই আপনি পেয়ে যাবেন একটি ডোমেইল প্রথম দুই বছরের জন্য পরবর্তীতে বছর বছর রেজিস্ট্রেশন করতে হয় সময়মতো রেজিস্ট্রেশন না করলে আবার ঝামেলাও হতে পারে। এমপিওভূক্ত না হলে আবার .ac বা .edu পেতে সমস্যা হবে এব্যাপারে বিটিসিএলের নির্ধারিত ফরমে সব কিছুর উল্লেখ আছে।